বুধবার ● ১৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাঙামাটি অঞ্চলের বৃক্ষ রোপন ও চারা বিতরণ
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাঙামাটি অঞ্চলের বৃক্ষ রোপন ও চারা বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (২ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি) বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, রাঙামাটি অঞ্চলের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে ৷ ১৭ আগষ্ট সকালে রাঙামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেন ৷
বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়া, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, রাঙামাটি অঞ্চলের কার্যনির্বাহী কমিটির সদস্য বিধান বড়ুয়া৷
অনুষ্টানে মোনঘর আবাসিক অনাথ শিশু সদন ও মোনঘর প্রি- ক্যাডেট স্কুলকে আঠার শত, আসামবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে দুই শত, ডা. সুপ্রিয় বড়ুয়াকে তিন শত, নিখিল বড়ুয়াকে দুই শত, বৌদ্ধ যুব পরিষদ রাঙামাটি অঞ্চল ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সদস্যদের মাঝে তিন হাজার মোট পাঁচ হাজার পাঁচ শত ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়৷
এসময় আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ করুণাপাল ভিক্ষু, রাঙামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের সভাপতি মনছুর আহমেদ, শিক্ষক সন্তোষ বড়ুয়া, আদিত্য নারায়ন বড়ুয়া বসু, হারাধন মুত্সুদ্দি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, রাঙামাটি অঞ্চলের সহ সভাপতি কালোমনি চাকমা, সহ সভাপতি অলক প্রিয় চৌধুরী, যুগ্ম সম্পাদক শিক্ষক রনজিত্ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রনজিত্ বড়ুয়া ও আসামবস্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথিলা তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন৷
বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, রাঙামাটি অঞ্চলের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, রাঙামাটি অঞ্চলের সাধারন সম্পাদক ধীমান বড়ুয়া৷
অনুষ্ঠনের শুরুতে প্রধান অতিথি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে একটি মেহগনি গাছের চারা রোপন করেন ৷