বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ
অনলাইন ডেস্ক :: এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি’র পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ৪৬৩ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৬ জন শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।
১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুপুর ২টায় চট্টগ্রাম বোর্ডের www.bise-ctg.gov.bd , www.educationboardresult.gov.bd ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৮৭ হাজার ৪৬৩ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৫১২ জন এবং ৪৩ হাজার ৯৫১ জন ছাত্রী। ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪ হাজার ৭৮৯, ব্যবসায় শিক্ষা থেকে ৩৯ হাজার ৬৬২, মানবিক থেকে ৩৩ হাজার ৭ এবং গার্হস্থ অর্থনীতি থেকে ৫ জন অংশ নেয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার এবার পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।