শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে বাঙ্গালী সংগঠন গুলো
রাঙামাটিতে পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে বাঙ্গালী সংগঠন গুলো
ষ্টাফ রিপোর্টার :: ১৮ আগষ্ট বৃহষ্পতিবার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য শ্রমিক পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, রাঙামাটি পার্বত্য জেলার বাঙ্গালী সংগঠন গুলো। বৃহষ্পতিবার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য শ্রমিক পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পার্বত্য শ্রমিক পরিষদের সভাপতি মো. রাসেল প্রমূখ।
এসময় বক্তরা অভিযোগ করে বলেন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বির্তকিত থাকলেও এ আইন পাশ করেছে মন্ত্রীসভা। শুধুমাত্র পাহাড়িদের স্বার্থে এ কমিশন গঠন করা হয়েছে। যা পার্বত্য চট্টগ্রামে বৃহত্তর জাতিগোষ্ঠী বাঙালীরা মেনে নিবেনা।
বাঙ্গালী নেতারা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দ্রুত বাতিলসহ প্রজ্ঞপন বাতিলের জোরালো দাবি জানান সরকারের কাছে।
গত ১৪ আগষ্ট রবিবার রাজধানীতে ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা শেষে এই কর্মসূচী ঘোষণা করে পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান । ১৭ আগষ্ট ২০১৬ তারিখ পার্বত্য তিন জেলায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ,১৮ আগষ্ট পার্বত্য তিন জেলায় এবং সকল উপজেলায় বিক্ষোভ মিছিল, ১৯, ২০, ২১ ও ২২ আগষ্ট পার্বত্য তিন জেলায় বিভিন্ন পেশাজীবিদের সাথে মত বিনিময়, ২৪ আগষ্ট তিন পার্বত্য জেলা এবং উপজেলায় মশাল ও মোমবাতি প্রজ্বল মিছিল,২৮ আগষ্ট তারিখ পার্বত্য তিন জেলায়, জেলা প্রশাসেকের মাধ্যামে রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও গণপ্রতীক অনশন কর্মসূচি ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী নতুন কর্মসূচী ঘোষণা দেওয়া হবে বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানানো হয়েছে সংগঠন ৫টি পক্ষ থেকে।
এই কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি বিক্ষোভ মিছিল ও সামবেশ করে সংগঠনগুলো।