শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চেয়ারম্যান মেম্বারদের গণ সংবর্ধনা
রাউজানে চেয়ারম্যান মেম্বারদের গণ সংবর্ধনা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) ঊনসওর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ী নবীন সংঘের অায়োজনে গত ১৮ তারিখে বৃহষ্পতিবার সন্ধ্যায় নবীন সংঘের মাঠ প্রাঙ্গণে বার্ষিক অালোচনা সভা পাহাড়তলী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার
দের সংবর্ধনা দেওয়া হয়। নবীন সংঘের নবীন বরণ ও বার্ষিক অালোচনা সভায়
কাউন্সিলে নতুন কমিটি গঠিত হয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব
দেয়া হয় নুরুল অাসাদ রিমন ও আমির হামজা’কে ও সহ-সভাপতি পদে মো জাহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মামুন।অনুষ্টানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বার ও অাওয়ামীলীগের রাজনীতিবিদ মো বেলাল উদ্দীন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রোকন উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক মো: শফি মুন্সি, চুয়েটে’র কর্মকর্তা মো: ইউসুফ,
মেম্বার হাজী মো: আমির হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ইমাম
গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস মাসুদ হোসেন রুবেল,ইউপি সদস্য
কামরুল ইসলাম, চুয়েট কর্মচারি সমিতির সভাপতি মো: জামাল উদ্দীন, ঊনসওর পাড়া যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: এরশাদ,পাহাড়তলী
অাইডিয়াল স্কৃলের এমডি মো: সিরাজুল ইসলাম মজুমদার,ইমাম গাজ্জালী
বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মো: সালাউদ্দীন,ছাত্রনেতা নাহিদ,
রুবেল,নবীন সংঘের উপদেষ্টা জালাল উদ্দীন, সালাউদ্দীন, সাহাবুদ্দীন, অাবু
তাহের, অালম, প্রমুখ।
সভায় বক্তরা বলেন রাউজানকে সাংসদ এ,বি,এম ফজলে করিম চৌধুরী যে ভাবে
রাউজান উন্নয়নের অগ্র-গতির মধ্য এগিয়ে নিয়ে যাচ্ছে, রাউজানকে মাদক ইয়াবা
মুক্ত করতে রাত-দিন অভিযান চালিয়ে যাচ্ছে, মডেল ও একটি সুন্দর সোনার
বাংলা গড়ার প্রত্যয় নিয়ে। যে মানুষটি কাজ করে যা তার পাশে থেকে
অামরাও নিজেদের অবস্থান থেকে অামাদের সমাজ গড়তে সেই ভাবে কাজ করতে হবে। চেয়ারম্যান রোকন উদ্দীন অারো বলেন মাদক ইয়াবা ব্যবসায়ী সেবন কারী ‘অপরাধী যে হোক না কেন আইনের আওতায় আনা হবে, কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। এবং নবীন সংঘ ৩৩ বছর হলেও দুই বছরে জন্য দায়িত্ব পান নুরুল অাসাদ রিমন ও অামির হামজা। ৩৫ বছর পুর্ণ হলে দায়িত্ব পালন শেষ করবে নতুন দুই মুখ, চেয়ারম্যান রোকন উদ্দীন তাদের বিশ্বাস রাখেন এরা আগামী দিনে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ।